বিটিপিটি

পিইডিপি-৪ কী? এর লক্ষ্য ও উদ্দেশ্য

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary Teachers Training

4th Primary Education Development Program (PEDP-4)

পিইডিপি-৪ কী? এর লক্ষ্য ও উদ্দেশ্য

পিইডিপি-৪ কী?

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি যাকে ইংরেজিতে বলা হয় Primary Education Development Program। এর সংক্ষিপ্ত রূপ হলো পিইডিপি (PEDP)। বর্তমানে প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি চালু আছে যেকারণে এটাকে পিইডিপি-৪ বলা হয়।

এক নজরে পিইডিপি-৪

বাস্তবায়নকাল: ০১ জুলাই ২০১৮-৩০ জুন ২০২৩ (পাঁচ বছর) । মেয়াদ শেষে আরও ২ বছর বাড়ানো হয়েছে জুন ২০২৫ পর্যন্ত।

অনুমোদনের পর্যায়: একনেক কর্তৃক অনুমোদিত ২২ মে ২০১৮ ।

পিইডিপি-৪ এর অনুমোদিত ব্যয়: ৩৮,৩৯৭.১৬ কোটি টাকা ।

বিদ্যমান ৩ লক্ষ শিক্ষককে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান।

 শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন অর্থাৎ নতুন ভবন ও শ্রেণিকক্ষ নির্মাণ।

 প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচি সংশোধন।

 সকল স্কুলে যোগ্যতাভিত্তিক টিচিং লার্নিং উপকরণ প্রদান।

৩৯ হাজার ১৭৪ জন শিক্ষক কে ডিপিএড প্রশিক্ষণ প্রদান।

 প্রত্যেক শিক্ষক কে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান।

৫৫ হাজার শিক্ষককে ইনডাকশন / প্রাতিষ্ঠানিক / বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান।

 ১৭শ শিক্ষক কে ১ বছর মেয়াদি সাবক্লাস্টার প্রশিক্ষণ প্রদান।

২০ হাজার শিক্ষক কে ১ বছর মেয়াদী আই সি টি প্রশিক্ষণ প্রদান।

৬৫ হাজার প্রধান শিক্ষককে লিডারশীপ প্রশিক্ষণ প্রদান।

২৫৯০ জন উপজেলা শিক্ষা অফিসার / সহকারী উপজেলা শিক্ষা অফিসার / শিক্ষক কে বৈদেশিক প্রশিক্ষণ প্রদান।

১ লক্ষ ৩০ হাজার শিক্ষককে ব্রিটিশ কাউন্সিল এর মাধ্যমে ইংরেজি বিষয় প্রশিক্ষণ প্রদান।

সকল স্কুলকে প্রাক-প্রাথমিক শিক্ষার উপযোগী করণ।

বিশ্ব গণিত অলিম্পিয়াড এর আয়োজন।

প্রকল্পে সহায়তা দিবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউউ, ডি এফ আইডি, এইড, সিডা ও ইউনিসেফ।

 অর্থায়নের উৎস

জিওবি, এডিবি, বিশ্ব ব্যাংক, ইইউ, ইউনিসেফ, জাইকা, জিএসি (কানাডা) তাছাড়া ইউএসএইড ৬০ মিলিয়ন ইউএস ডলার (৪৯৭.৬৪ কোটি টাকা) দিবে।

পিইডিপি-৪ এর লক্ষ্য

প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির সকল শিশুর বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ সৃষ্টি এবং সকল শিক্ষার্থীর জন্য সমতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষা প্রদান করা।

পিইডিপি-৪ এর উদ্দেশ্য

  • পাঠ্যসূচিতে নির্ধারিত শ্রেণিভিত্তিক শিখন যোগ্যতা অর্জনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিখন-শেখানোর গুণগতমানের উন্নয়ন সাধন;
  • সার্বজনীনভাবে বিস্তৃত একটি সুষ্ঠ, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যা কিনা শিশুদের মধ্যে প্রাথমিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করা;
  • প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী সুশাসন ব্যবস্থা, পর্যাপ্ত আর্থিক সংস্থান রাখা ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে একটি কার্যকর, একীভূত ও সমতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা ।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।