শিল্পকলা

প্রজাপতি প্রজাপতি গানটির মূলভাব, লিরিক্স ও ভিডিও

প্রজাপতি প্রজাপতি গানটির মূলভাব, লিরিক্স ও ভিডিও
প্রজাপতি প্রজাপতি গানটির মূলভাব

প্রজাপতিকে নিয়ে এত চমৎকার একটি রচনা সম্ভব তা এই গানটি না শুনলে কেউ তা সহজে উপলব্ধী করতে পারবে না। গানটির রচয়িতা হলেন বাংলাদেশের জাতীয় কাজী নজরুল ইসলাম যিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। ছন্দময় ও স্বপ্নের মতো রঙীন অনুভূতিকে তিনি এই গানের প্রতিটি শব্দে ব্যক্ত করেছেন। প্রজাপতি নানা রকমের। কারো পাখার রং টুকটুকে লাল বা নীল, কারো গায়ে সোনালী, রূপালী পরাগ মাখা। প্রজাপতি বন্ধনহীনভাবে বনে বনে ফুলে ফুলে মধু খেয়ে উড়ে বেড়ায়। শিশুমন প্রজাপতির বন্ধু হয়ে উড়ে বেড়াতে চায়। পাঠশালাতে ভাল লাগে না। প্রজাপতির সাথে মুক্তভাবে ঘুরে বেড়াতে শিশু মন আগ্রহী। কবির শিশুমন চায় প্রজাপতি যেমন নেচে নেচে আনন্দ পায় তার মতো আনন্দ পেতে আর নানা রঙ্গের ছবি আকার জামা পরতে।

ছড়া গানঃ প্রজাপতি প্রজাপতি লিরিক্স

কথা : কাজী নজরুল ইসলাম

সুর : কমল দাশগুপ্ত

তাল : কাহারবা (৪+৪ = ৮ মাত্রা)

প্রজাপতি ! প্রজাপতি !

কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা,

টুকটুকে লাল-নীল ঝিলি-মিলি আঁকা-বাঁকা।।

তুমি টুল টুলে বন-ফুলে মধু খাও

মোর বন্ধু হয়ে সেই মধু দাও

ওই পাখা দাও সোনালী-রুপালি পরাগ মাখা।।

মোর মন যেতে চায় না পাঠশালাতে

প্রজাপতি! তুমি নিয়ে যাও সাথী করে

তোমার সাথে।

তুমি হাওয়ায় নেচে নেচে যাও

আর তোমার মত মোরে আনন্দ দাও

এই জামা ভাল লাগে না

দাও জামা ছবি-আঁকা।।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।