শিল্পকলা

প্রিয় ফুল শাপলা ফুল গানের মূলভাব, লিরিক্স ও ভিডিও

প্রিয় ফুল শাপলা ফুল গানের মূলভাব ও লিরিক্স
Rhyme Song : Priyo ful shapla ful

‘প্রিয় ফুল শাপলা ফুল’ গানটির মূলভাব

ছড়াগান অতি সহজেই ছোট ছোট ছেলেমেয়েদের আকর্ষণ মনকে ছুতে পারে ফলে তারা এর প্রতি আকর্ষণ অনুভব করে। সহজ সরল কথা ও সুরে রচিত, তাই শিক্ষার্থীরা খুব তাড়াতাড়ি ছড়া গান শিখতে ও আয়ত্ব করতে পারে। এই ছড়াগানটিতে আমাদের মাতৃভাষা, জাতীয় পতাকা, জাতীয় ফল, ফুল, মাছ ও পশুর কথা বলা হয়েছে। এর পাশাপাশি ‘মায়ের কথার মিষ্টি রেশ’ বাক্যটির মাধ্যমে মাতৃভাষা যে মানুষের কাছে সবচেষে মিষ্টি ভাষা- এ ব্যাপারটিও চমৎকারভাবে বলা হয়েছে।

‘জষ্ঠী মাসের সুবাসী কাঁঠাল’ বাক্যটির সাথে আমাদের সমাজে চলমান ‘মধু মাস জৈষ্ট্য মাস’ সেই একই অর্থকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নান্দনিক ছন্দে প্রকাশ করা হয়েছে। এভাবে জাতীয় প্রতীকগুলোর পাশাপাশি নদী, সুন্দরবনের সুন্দরী গাছ, চির সবুজ বাংলাদেশের অনন্য রূপমাধুর্য সত্যিই অসাধারণভাবে প্রকাশ করা হয়েছে যা শিশু মনে স্থায়ীভাবে গেঁথে যেতে পারে। এ সকল দিক বিবেচনায় আনলে নিঃসন্দেহে এই গানটিকে একটি দেশাত্মবোধক গানও বলা চলে। শিক্ষার্থীরা এই গানটির মাধ্যমে আমাদের ভাষা জাতীয় পতাকা, জাতীয় ফল, ফুল, মাছ ও পশুর কথা জানতে পারবে।

‘প্রিয় ফুল শাপলা ফুল’ ছড়া গানটিতে আমাদের দেশাত্মবোধের বিভিন্ন দিক ফুটে উঠেছে। সেগুলো হলো:
  • এই গানটির কথায় জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু চমৎকার কাব্যিক ছন্দে প্রকাশ পেয়েছে যেমন- ফুল, ফল, পাখি, মাছ, পশু, বাংলার প্রকৃতি ইত্যাদি। ছড়ার প্রতি আকর্ষণ মানুষের সহজাত। এই প্রবৃত্তিকে তাকে কাজে লাগিয়ে শিশু মনকে খুব সহজেই আকৃষ্ট করা যায় যা এই ছড়াটি প্রতিটি লাইনে বিদ্যমান।
  • ছড়া গানটিতে আমাদের প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় ফল, ফুল, পশু ও মাছের কথা বলা হয়েছে। সুতরাং গানটিকে আমরা দেশাত্মবোধক গান হিসেবেও বিবেচনা করতে পারি।
  • গানটির মাধ্যমে ছন্দের তালে তালে স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ফুঁটিয়ে তোলা হয়েছে। এ সকল বিষয়বস্তুর অনন্যতায় শিশু মনে কাব্যিক ছন্দ ও সুরে মিশ্রণ ঘটিয়ে দেশাত্মবোধ জাগিয়ে তোলা হয়েছে।
  • গানটির সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্য হলো বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো শেখানোর পূর্বে শিশুদেরকে আমাদের জাতীয় পতাকার রং, জাতীয় ফুলের নাম, ফলের নাম সম্পর্কে এই গানের মাধ্যমে ধারণা দেওয়া সম্ভব হবে। যার ফলে তারা আরও বেশি আগ্রহী হবে এবং বিষয়বস্তুগুলো মনে রাখাও সহজ হবে।
প্রিয় ফুল শাপলা ফুল’ ছড়া গানটির লিরিক্স

কথা : নজরুল ইসলাম বাবু

সুর : খোন্দকার নুরুল আলম

তাল : কাহার্বা

প্রিয় ফুল শাপলা ফুল

প্রিয় দেশ বাংলাদেশ।

প্রিয় ভাষা বাংলা ভাষা

মায়ের কথার মিষ্টি রেশ।।

প্রিয় পাখি দোয়েল পাখি

প্রিয় সবুজ লাল,

আরো প্রিয় জষ্ঠী মাসের

সুবাসী কাঁঠাল।

মাঠে রাখালীয়া বাঁশি

ভোলায় যত দুঃখ ক্লেশ।।

প্রিয় নদী পদ্মা নদী

প্রিয় ইলিশ মাছ,

সুন্দর বনের রয়েল বেঙ্গল

আর সুন্দরী গাছ।

চির সবুজ আমার দেশের

রূপের যেন নেইকো শেষ।।


মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।