10th BCS question and answer । ১০ তম বিসিএস প্রশ্ন ও সমাধান
১) আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহন করেছে-
(ক) পর্তুগীজ ভাষা হতে
(খ) আরবী ভাষা হতে
(গ) দেশী ভাষা হতে
(ঘ) ওলন্দাজ ভাষা হতে
উত্তর : (ক) পর্তুগীজ ভাষা হতে
২) শুদ্ধ বানান কোনটি?
(ক) মূমুর্ষু
(খ) মুমূর্ষু
(গ) মুমুষৃ
(ঘ) মুমুর্ষু
উত্তর : (খ) মুমূর্ষু
৩) গুরুচন্ডলী দোষমুক্ত কোনটি?
(ক) শবপোড়া
(খ) মড়াদাহ
(গ) শবদাহ
(ঘ) শবমড়া
উত্তর : (গ) শবদাহ
৪) কবর নাটকটির লেখক –
(ক) জসীমউদ্দীন
(খ) মুনির চৌধুরী
(গ) নজরুল ইসলাম
(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
[…]