DPEd Final Examination-2021; DPEd Physical Questions
ডিপিএড শারীরিক শিক্ষা ফাইনাল সাজেশন / অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:
- শারীরিক শিক্ষা বলতে কী বোঝায়? ‘সার্বিক বিকাশে শারীরিক শিক্ষা’-কথাটির তাৎপর্য লিখুন।
- শারীরিক শিক্ষার তত্ত্বীয় বিষয়সমুহ কী কী? শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করুন।
- শারীরিক শিক্ষার শ্রেণীবিন্যাস আলোচনা করুন।
- ফুটবল কী? একটি ফুটবল খেলার মাঠ অংকন করুন এবং মাঠের বিভিন্ন অংশের বর্ণনা দিন।
- ফুটবল খেলায় অফসাইড কীভাবে ধরা হয়?
- ফুটবল খেলায় ফাউল বা অসদাচরণ গুলো লিখুন।
- ফুটবল খেলায় কখন পেলান্টি কিক পায়?
- ক্রিকেট কী?
- ইনিংস এবং ওভার কি?
- নো বল এবং ওয়াইড বল কি?
- ক্রিকেট খেলায় ১০ প্রকার আউটের নাম লিখুন।
- ক্রিকেট খেলার এল.বি.ডাব্লিউ কী?
- হ্যান্ডবল কী? হ্যান্ডবলের উৎপত্তি কোথায় ও কত সালে?
- হ্যান্ডবলের মাঠের মাপ কত?
- হ্যান্ডবল খেলায় শাস্তি কী?
- ভলিবল খেলার কলাকৌশল বর্ণনা করুন।
- ব্যাডমিন্টন কী? ব্যাডমিন্টন খেলার কোর্টের মাপ কত?
- ব্যাডমিন্টন খেলার ফলাফল কীভাবে নির্ণয় করা হয়?
- মাইনর গেমস কী? তিনটি মাইনর গেমের বর্ননা করুন।
- স্বল্প পরিসরে কয়েকটি দেশীয় খেলার নাম লিখুন।
- কাবাডি খেলার জন্য পুরুষ, মহিলা ও জুনিয়র গ্রুপের মাঠের মাপ উল্লেখ করুন।
- কাবাডি খেলায় কয়জন খেলোয়ার থাকে? কাবাডি খেলায় পয়েন্ট হওয়ার নিয়মটি লিখুন।
- দারিয়া বাঁধা খেলার বর্ণনা দিন।
- গোল্লাছুট খেলার সাধারণ নিয়ম কি?
- এথলেটিক্স কি? এথলেটিক্স কত প্রকার ও কী কী?
- বিভিন্ন প্রকার দৌড়ের বর্ণনা দিন।
- রিলে রেইস বা যুক্ত দৌড় কাকে বলে?
- হার্ডলস কী?
- স্পিপল চেজ কী?
- গোলক নিক্ষেপের বর্ণনা দিন।
- চাকতি নিক্ষেপের বর্ণনা দিন।
- সাঁতার কত প্রকার ও কী কী লিখুন।
- সাঁতারের গুরুত্ব লিখুন। মুক্ত সাঁতারের কলাকৌশল বর্ননা করুন।
- বুক সাঁতার ও প্রজাপতি সাঁতারের মধ্যে পার্থক্য লিখুন।
- খেলা পরিচালনা পদ্ধতি কত প্রকার ও কী কী? লীগ পদ্ধতি কাকে বলে? লীগ পদ্ধতির সুবিধা ও অসুবিধা লিখুন।
- নক আউট পদ্ধতি কী?
- বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কী? প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন বর্ণনা করুন।
- দৈনিক সমাবেশ কী? দৈনিক সমাবেশের ধাপগুলি বর্ণনা করুন।
- দৈনিক সমাবেশে পাঠ্য শপথ বাক্যটি লিখুন।
- ব্যায়াম কী? বিভিন্ন প্রকার ব্যায়ামের বর্ণনা দিন।
- মুক্ত হস্তে ব্যায়াম বলতে কী বুঝায়? পা এবং কাঁধের ব্যায়াম বর্ণনা করুন।
- মুক্ত হস্তে ব্যায়ামের সমন্বয়মুলক ব্যায়ামগুলো কী কী?
- প্রাথমিক প্রতিবিধান বলতে কী বোঝায়? প্রাথমিক প্রতিবিধান এর বিবেচ্য বিষয় ও পদ্ধতি লিখুন।
- BBS ও ড্রেসিং কী?
- লিন্ট, প্যাড, স্প্লিন্ট ও ব্যান্ডেজ কী?
- ক্ষত কি? ক্ষতের ৪টি প্রাথমিক প্রতিবিধান লিখুন।
- বাংলাদেশ স্কাউটদের লক্ষ্য উদ্দেশ্য এবং মূলনীতি লিখুন।
- ইউনিক লিডারের যোগ্যতা, বৈশিষ্ট্য বা গুণাবলি লিখুন।
- কাব, স্কাউট ও রোভারদের মটো লিখুন।
আরও পোস্ট দেখুন:
- ডিপিএড সংগীত বিষয়ের ফাইনাল সাজেশন দেখুন।
- ডিপিএড চারু ও কারুকলা বিষয়ের ফাইনাল সাজেশন দেখুন।
- ডিপিএড পেশাগত শিক্ষা (৪র্থ খন্ড) ফাইনাল সাজেশন দেখুন।
দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।