DPEd Incourse Question; Bangla SK
ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ইনকোর্স পরীক্ষা (নমুনা)
বিষয়: বাংলা বিষয়জ্ঞান
সময়: ১.৩০ ঘন্টা পূর্ণমান: ২১
১. যে কোন ২টি প্রশ্নের বিস্তৃত উত্তর দিন: ৪×২=৮
ক) তোতা কাহিনী গল্পের বিষয়বস্তুর সাথে বর্তমান শিক্ষাব্যবস্থাকে মূল্যায়ন করুন৷
খ) মৃত ক্ষেতি যেন জ্যোস্না রাতে সজীব পুঁই মাচার ভেতর দিয়ে অন্নপূর্ণার সংসারে ফিরে এসেছে ব্যাখ্যা করুন৷
গ) ‘কেলিনু শৈবালে, ভুলি কমল কানন’ বঙ্গভাষা কবিতা অবলম্বনে লাইনটি ব্যাখ্যা করুন৷
ঘ) নারী সমাজের অবনতির কারণ ও উত্তরনের উপায় কী আপনার মতামত ব্যক্ত করুন৷
২. যে কোন ৪টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন: ২×৪=৮
ক) শিশুতোষ সাহিত্যের ৪টি বৈশিষ্ট্য লিখুন৷
খ) কাজী নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় কেন?
গ) সামান্য ক্ষতি কবিতায় রানীকে শাস্তি দিয়ে রাজ্য কী প্রমাণ করেছেন?
ঘ) যদু মাষ্টার গল্প থেকে একজন শিক্ষক হিসেবে আপনি কী শিক্ষা নিবেন?
ঙ) নিমগাছ গল্পে প্রতীকির আড়ালে লেখক কী বোঝাতে চেয়েছেন?
চ) অবাব জলপান নাটকের মূলকথা কী?
৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন: ১×৫=৫
ক) বোতলে ঈদুরছানা গল্পে নেই
– ছবি/ লেখা/ ডিজাইন/ দৃশ্য৷
খ) যদু মাষ্টার শিক্ষকতা করতেন
– অর্থ/ সম্মান/ আনন্দ/ ভালবাসার জন্য৷
গ) সামান্য ক্ষতি কবিতায় রাণী কাদের ঘরবাড়ি পুড়িয়েছিলেন?
– ধনী/ গরীব/ বস্তিবাসী/ পল্লীবাসী৷
ঘ) তোতা পাখির শিক্ষার দায়িত্ব কার উপর পড়ে?
– মামা/ ভাগিনা/ মন্ত্রী/ রাজা৷
ঙ) নিমগাছকে কার সাথে তুলনা করা হয়েছে?
– ডাক্তার/ কবিরাজ/ গৃহকর্মী/ পন্ডিত৷
দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।