How to write a log book
লগ বুক কী?
লগ বুক হলো বিদ্যালয়ের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ। প্রতিদিনের কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কিত রেজিস্টারকেই মূলত লগ বই (log book) বলা যেতে পারে। ডিপিএড কোর্সে প্রশিক্ষণ বিদ্যালয় ও নিজ বিদ্যালয়ে কাজ করার সময় সমাবেশ থেকে শুরু করে বিদ্যালয় ত্যাগ করার পূর্ব পর্যন্ত সকল কর্মকান্ড একটি রেজিস্টারে (লগ বুক) এর নির্ধারিত ছকে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করাই হলো লগ বইয়ের মূল উদ্দেশ্য। লগ বুক দেখে খুব সহজেই একজন পর্যবেক্ষক উক্ত শিক্ষকের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে পারেন।
লগ বই কখন লিখতে হয়?
[…]