চারু ও কারুকলা Archives - Proshikkhon

Category "চারু ও কারুকলা"

3Jun2021

Session-09: Design and its practical elements

আলোচ্য বিষয়:

  • নকশা কী? নকশার ব্যবহারিক উপাদান কয়টি ও কী কী?
  • পাঠ পরিকল্পনা কী? পাঠ পরিকল্পনায় কী কী অন্তর্ভুক্ত থাকে?
  • শিখনফল লেখার নিয়মাবলি লিখুন।
  • ডিপিএড কোর্সের জন্য নির্ধারিত চারু ও কারুকলার ব্যবহারিক কাজের তালিকা।

নকশা কী? নকশার ব্যবহারিক উপাদান কয়টি ও কী কী?

কোনো সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে নকশা। ইংরেজিতে একে ডিজাইন বলে। ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। নকশা হলো বাস্তবধর্মী চিত্রকলার সারাংশ।

নকশার ব্যবহারিক উপাদান ৮ টি। যথা:

[…]
2Jun2021

Session-08: Color and its types

আলোচ্য বিষয়:

  • রং বলতে কি বুঝায়? বিভিন্ন স্তরের রংয়ের বর্ননা দিন। অথবা, তরঙ্গের তারতম্য অনুসারে রংকে কয়ভাগে ভাগ করা যায় ও কী কী উদাহরণ দিন।
  • রংয়ের বৈশিষ্ট্য বা গুণ কী কী?
  • প্রকৃতিতে পাওয়া যায় এমন কিছু রংয়ের ধারণা দিন।

রং বলতে কি বুঝায়? বিভিন্ন স্তরের রংয়ের বর্ণনা দিন।

অথবা, তরঙ্গের তারতম্য অনুসারে রংকে কয়ভাগে ভাগ করা যায় ও কী কী উদাহরণ দিন।

উইকিপিডিয়ার মতে- রঙ বলতে রঞ্জক পদার্থবিশিষ্ট এক ধরনের তরল বা অর্ধতরল মিশ্রণকে বোঝায় যা কোনও পৃষ্ঠতলের উপর পাতলা স্তরের মত প্রয়োগ করা হয়, যা পরে শুকিয়ে ঐ পৃষ্ঠের উপরে একটি স্থায়ী শক্ত রঙিন প্রলেপে পরিণত হয়।

[…]
1Jun2021

Session-07: Size of national flag of Bangladesh, drawing method and rules of use

বাংলাদেশের জাতীয় পতাকার মাপ, অংকন পদ্ধতি ও ব্যবহারের নিয়ম

আলোচ্য বিষয়:

  • বাংলাদেশের জাতীয় পতাকার মাপ
  • বাংলাদেশের জাতীয় পতাকা অংকনের নিয়ম
  • বাংলাদেশের জাতীয় পতাকার ব্যবহার বিধি

বাংলাদেশের জাতীয় পতাকার মাপ: 

বাংলাদেশের জাতীয় পতার রং গাঢ় সবুজ ও গাঢ় লাল। জাতীয় পতাকা আয়তাকার যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো ১০:৬। আর মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ।

জাতীয় পতাকা নির্মাণের নিয়মাবলী নিম্নে ধাপে ধাপে বর্ণনা করা হলো:

[…]
1Jun2021

Session-06: Art and Crafts; Types of procedural drawing

আলোচ্য বিষয়: প্রক্রিয়াগতভাবে অঙ্কনের প্রকারভেদ

১. প্রক্রিয়াগতভাবে অঙ্কনকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

অঙ্কনের মূলসূত্র এবং অঙ্কনের প্রক্রিয়া অথবা পদ্ধতির উপর নির্ভর করে অঙ্কনের প্রকারভেদ চিহ্নিত করা হয়েছে। অঙ্কনের সূত্র ধরে বলতে পারা যায় কোনটি কোন ধরনের অঙ্কন কোন সূত্র ধরে আঁকা হয়েছে এবং কীভাবে আঁকা হয়েছে।

অঙ্কনের প্রকারভেদ অনুযায়ী অঙ্কনকে ৯ (নয়) ভাগে ভাগ করা হয়েছে:

[…]
15Jun2020

Session-05: Art and Crafts; Children’s Art and its Types

আলোচ্য বিষয়: শিশু চিত্রাংকন ও এর প্রকারভেদ

১. শিশুর খেয়াল খুশিতে ছবি আঁকার স্তর কয়টি ও কী কী? প্রত্যেকটি স্তরের ছবি এঁকে বর্ণনা দিন।

বয়সের তারতম্য অনুসারে শিশু অঙ্কনকে চারটি ভাগে ভাগ করা যায়। যথা:

[…]
7Jun2020

এক্সপ্রেসিভ আর্ট (চারু ও কারুকলা)

ক্লাস-০৪: চারু ও কারুকলার গুরুত্ব ও ছবি আঁকার উপকরণ

প্রাথমিক শিক্ষায় চারু ও কারুকলার গুরুত্ব বর্ণনা করুন।

প্রাথমিক শিক্ষায় চারু ও কারুকলার গুরুত্ব নিম্নে উল্লেখ করা হলো:

১। শিশুকে তার কল্পনা, কৌতূহল, সৃজনশীলতা বিকাশে আগ্রহী করে তোলা;

২। মানবাধিকার, আন্তর্জাতিকতাবোধ, বিশ্বভ্রাতৃত্ব ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতি আগ্রহশীল করে তোলা;

৩। স্বাধীন ও মুক্তচিন্তায় উৎসাহিত করা, গণতান্ত্রিক রীতিনীতি অনুশীলন করা;

৪। ভালমন্দের পার্থক্য অনুধাবন করা;

৫। প্রকৃতি, পরিবেশ ও বিশ্ব জগৎ সম্পর্কে জানা, পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণে উদ্বুদ্ধ করা;

৬। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্দীপ্ত করা, দেশ গড়ার কাজে সক্রিয় হতে উৎসাহিত করা;

৭। জাতীয় ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা এবং শ্রদ্ধাশীল হওয়া;

৮। পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ ঘটানো;

৯। শিক্ষার্থীদের মনযোগ ও একাগ্রতা বৃদ্ধিতে সহায়তা করা;

১০। সর্বোপরি বাংলাদেশকে ভালভাবে জানা ও মমত্ববোধে উদ্বুদ্ধ করা ।

ছবি আঁকার প্রয়োজনীয় উপকরণগুলির বর্ণনা দিন।

চিত্রাংকনের জন্য যে সকল উপকরণ দরকার হয় তাকেই ছবি আঁকার উপকরণ বলা হয়। ছবি আঁকার নিমিত্তে ব্যবহার্য সকল প্রকার বস্তুকেই চিত্রাংকন সামগ্রী বা উপকরণ বলা যেতে পারে। চিত্রাংকনের তথা ছবি আঁকার জন্য বিভিন্ন ধরণের উপকরণ ব্যবহার করা হয়। যেমন- কাগজ, পেন্সিল, কলম, সাইনপেন, বিভিন্ন মাধ্যমের রঙ, তুলি, ক্যানভাস, ইরেজার, স্কেল, ইজেল, বোর্ড, ক্লীপ ইত্যাদি।

নিম্নে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু উপকরণের বর্ণনা করা হলো:

পেন্সিল

সাধারণ লেখা এবং ড্রইং করার জন্য আমরা সচরাচর এক ধরনের পেন্সিল ব্যবহার করে থাকি। এ পেন্সিলের গায়ে লেখা থাকে HB, এসব পেন্সিলের শীষ তুলনামূলক একটু শক্ত এবং দাগ টানলে গাঢ় হয় না। ড্রইং করার জন্য নরম এবং শীষ মোটা পেন্সিল যেমন-২B, ৩B, ৪B এবং ৬B প্রয়োজন হয়। ২B, ৩B, ৪B এবং ৬B, এ চার মাত্রার যে কোন পেন্সিল দিয়ে পেন্সিল স্কেচ করা যায়।

কাগজ

ছবি আঁকার জন্য আমরা যে কোন কাগজ ব্যবহার করতে পারি। তবে মোটা সামান্য খসখসে কাগজ ছবি আঁকার জন্য উপযোগী। ছবি আঁকার মাধ্যম কালি, কলম, পেন্সিল, জল রং অথবা প্যাস্টেল রং এর উপর নির্ভর করে কাগজ বাছাই করে নিতে হয়। কালি কলমে আঁকার জন্য তুলনামূলকভাবে মসৃণ ও একটু মোটা কাগজ ভাল। পেন্সিল দিয়ে ছবি আঁকতে একটু মোটা সামান্য খসখসে কাগজ ব্যবহার করা হয় এবং একই ধরনের কাগজে জল রং ও প্যাস্টেল ব্যবহার করা যায়। তবে জল রং দিয়ে ছবি আঁকার জন্য হ্যান্ডমেড পেপার খুবই উপযোগী। ছবি আঁকার জন্য সাধারণ মানের একটি কাগজ পাওয়া যায় তা হলো কার্টিজ পেপার। এ ধরনের পেপারে প্রায় সব মাধ্যমে কাজ করা যায়।

এছাড়া আমাদের দেশে বিভিন্ন ধরনের কাগজ পাওয়া যায় যেমন- আর্ট পেপার, আর্ট কার্ড, অফসেট পেপার, বক্সবোর্ড, পিসবোর্ড, নানা প্রকার পাতলা আর্ট কার্ড, বিভিন্ন রং এর পোস্টার পেপার, নিউজ প্রিন্ট ইত্যাদি। বক্স বোর্ডের এক পিঠ মসৃণ এবং এক পিঠ খসখসে ছাই বা বাদামী রং এর হয়। পিসবোর্ড শক্ত এবং মোটা। পিসবোর্ডে প্যাস্টেল রং দিয়ে ছবি আঁকা যায়। বক্সবোর্ড ছবি আঁকা ছাড়াও ছবি মাউন্ট করার বা বাঁধাই- এর কাজে ব্যবহার করা হয়।

কালি-কলম

আমরা সাধারণত লেখার কাজে কলম ব্যবহার করি। কলম দিয়ে ছবিও আঁকা যায়। ঝরণা কলম দিয়েও ছবি আঁকা যায়। কোন কোন সময় রঙিন কালি ব্যবহার করে ছবি আঁকলে বেশ মজার ছবি আঁকা যায়। ছবি আঁকার জন্য সাধারণত চাইনিজ ইঙ্ক ব্যবহার করে ছবি আঁকলে ভাল হয়। বর্তমানে মার্কার পেন বা সিগনেচার পেন দিয়েও সাদা কালো ও রঙিন ছবি আঁকা চলছে। বাঁশের কঞ্চি এবং খাগের কঞ্চি দিয়ে কলম তৈরি করে (মোটা বা চিকন) মজার ছবি আঁকা যায়। চারকলও ছবি আঁকার একটি ভাল মাধ্যম।

রং ও তুলি

রং হলো ছবি আঁকার অন্যতম একটি মাধ্যম বা উপকরণ। রং বিভিন্ন ধরনের হয়ে থাকে । যেমন- জল রং, পোস্টার রং, এক্রেলিক রং, ফেব্রিক রং, পেন্সিল রং, তেল রং ইত্যাদি। রং এর মাধ্যম ভিন্ন ভিন্ন হওয়ায় তুলিও ভিন্ন ভিন্ন মাধ্যমের হয়ে থাকে। কালি ও জল রং এ ছবি আঁকার জন্য নরম পশম দিয়ে তৈরি করা তুলি ব্যবহার করা হয়। তেল রং এ ছবি আঁকার জন্য শক্ত পশম বা প্লাস্টিক এর তৈরি তুলি ব্যবহার করে থাকে। এটি সাধারণত শিল্পী কী ধরনের ছবি আঁকবে তার উপর নির্ভর করে। সরু থেকে ধীরে ধীরে মোটার দিকে আঁকার জন্য বিভিন্ন নম্বরের তুলি ব্যবহার করা হয়। ০ থেকে শুরু করে ২০ বা তদুর্ধ্ব নম্বরের তুলি থাকে। প্রাথমিক পর্যায়ের শিশুরা ১ থেকে ১২ নং পর্যন্ত তুলি ব্যবহার করে থাকে।

বোর্ড ও ক্লীপ

বোর্ড ও ক্লীপ ছবি আঁকার জন্য খুবই প্রয়োজনীয়। বোর্ডে কাগজ রেখে ক্লিপ দিয়ে আটকিয়ে ছবি আঁকলে সুবিধা হয়। বোর্ড মেঝেতে রেখে, কোলের উপর রেখে বা ইজেলে রেখে ছবি আঁকা যায়। বোর্ডের ব্যবহার নির্ভর করে আঁকিয়ের/ শিল্পীর বসার অবস্থানের উপর।

এছাড়াও বিভিন্ন ধরনের রং এর প্যালেট, রাবার, জ্যামিতি বক্স, স্কেল, মডেলিং টুল্স, হাতুড়ি, বাটাল, র‌্যান্দা , করাত, তারকাটা ইত্যাদি ছবি আঁকা বা কারুকলার কাজে ব্যবহার করা হয়।

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন

১. প্রাথমিক শিক্ষায় চারু ও কারুকলার গুরুত্ব বর্ণনা করুন।

অথবা, প্রাথমিক শিক্ষা স্তরে চারু ও কারুকলা অধ্যয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।

২. ছবি আঁকার প্রয়োজনীয় উপকরণগুলির বর্ণনা দিন।

অথবা, চারুকলা বা অঙ্কনের জন্য কোন কোন ধরণের উপকরণ প্রয়োজন হয়? বর্ণনা করুন।

30May2020

এক্সপ্রেসিভ আর্ট (চারু ও কারুকলা)

ক্লাস-০৩: চারুকলার ব্যবহারিক উপাদান: অনুপাত ও পরিপ্রেক্ষিত এবং ছবি আঁকার উপকরণ

  • চারুকলার ব্যবহারিক উপাদানসমূহ কী কী উদাহরণসহ ব্যাখ্যা দিন।
  • চিত্রকলায় অনুপাত ও পরিপ্রেক্ষিত কেন গুরুত্বপূর্ণ বর্ণনা করুন।
  • ছবি আঁকার প্রয়োজনীয় উপকরণগুলির বর্ণনা দিন।

চারুকলার ব্যবহারিক উপাদানসমূহ কী কী?

চারুকলার ব্যবহারিক উপাদান

চারু ও কারুকলার ব্যবহারিক উপাদানগুলোই হচ্ছে অঙ্কনের মূল বিষয় বা হাতিয়ার। ব্যবহারিক বিষয়গুলোর কোন একটির অনুপস্থিতি ছবিকে অসম্পূর্ণ করে রাখে। ভাল একটি ছবি আঁকতে এর কোনটিকে বাদ দেয়ার সুযোগ নেই। যার জন্য অঙ্কন শেখার পূর্বে এই ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা থাকা একজন আঁকিয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্কনের মাধ্যমে শিক্ষক ব্যবহারিক দিকগুলোর কলা-কৌশল আয়ত্ত করে ছবি অঙ্কনের সময় তা প্রয়োগ করবেন।

প্রশিক্ষক এবং শিক্ষককে অবশ্যই মনে রাখতে হবে এ নিয়ম কেবল বড়দের জন্য, শিশুদের জন্য নয়।

চারু ও কারুকলার উল্লেখযোগ্য উপাদানসমূহ:

[…]
23May2020

এক্সপ্রেসিভ আর্ট (চারু ও কারুকলা)

ক্লাস-০২: চারু ও কারুকলা; সংজ্ঞা, শ্রেণিবিভাগ, পার্থক্য ও প্রয়োজনীয়তা

  • চারুকলা কাকে বলে?
  • চারুকলা বলতে কী বুঝায়?
  • চারুকলার শ্রেণিবিভাগ লিখুন।
  • কারুকলা কাকে বলে?
  • কারুকলার শ্রেণিবিভাগ লিখুন।
  • চারু ও কারুকলার মধ্যে পার্থক্য কী?
  • চারুকলার প্রয়োজনীয়তা উল্লেখ করুন।
  • কারুকলার প্রয়োজনীয়তা বর্ণনা করুন।

চারুকলা বলতে কী বুঝায়?

আমাদের জীবনে এমন কতগুলো বিষয় আছে যা মনের খোরাক বা আনন্দ জুগিয়ে থাকে। এগুলো আমাদের মনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে, কল্পনাবোধকে সঞ্চারিত করে, সৌন্দর্যবোধকে প্রসারিত করে এবং নান্দনিক অনুভূতিকে জাগরিত করার মধ্য দিয়ে মানসিক প্রয়োজন মেটায়, তাকে চারুকলা বলে। শিল্পী আপন মনের মাধুরী মিশিয়ে স্বাধীনভাবে যে শিল্প সৃষ্টি করে তাই চারুকলা। আরো বলা যায় যে কলা মনের অনুভূতিকে সৌন্দর্য রসে সিক্ত করে মনে বিপুল আনন্দ সঞ্চার করে ও দর্শক শ্রোতার মনকে দোলা দেয় এবং যা প্রধানত হৃদয়াবেগপ্রসূত ও সৃষ্টিমূলক তাই চারুকলা।

[…]
17May2020

এক্সপ্রেসিভ আর্ট (চারু ও কারুকলা)

ক্লাস-০১: এক্সপ্রেসিভ আর্ট কী, এক্সপ্রেসিভ আর্টের বৈশিষ্ট্য ও গুরুত্ব

  • শিল্পকলা কী?
  • এক্সপ্রেসিভ আর্ট বা প্রকাশধর্মী কলা কাকে বলে?
  • এক্সপ্রেসিভ আর্ট এর বৈশিষ্ট্য লিখুন।

শিল্পকলা কী?

আদিম মানুষের হাত ধরে শিল্পকলার সূচনা ঘটে। মানুষ তার নিকট পরিবেশ দেখে তা অনুকরণের দ্বারা শিল্পকলার চর্চা করে। মানব মনের সৃজনশীল কর্মকান্ডের সামগ্রিক রূপ হল শিল্পকলা। একজন শিল্পী তার মনের আনন্দে কল্পনা ও অনুভূতির সংমিশ্রণ ঘটিয়ে শিল্প রচনা করেন।

[…]
10May2020

চারু ও কারুকলার ব্যবহারিক কাজের তালিকা

(ভিডিও টিউটোরিয়াল তৈরি করে পরবর্তীতে পাবলিশ করা হবে।)

চারুকলার ব্যবহারিক কাজের তালিকা:

[…]

Ad

error: Content is protected !!