স্বাধীনতা মানে
স্বাধীনতা মানে –
স্বাধীনতা মানে মায়ের মধুর সূর
স্বাধীনতা মানে বোনের অঙ্গীকার,
স্বাধীনতা মানে তিরিশ লক্ষ শহীদের রক্ত
[…]স্বাধীনতা মানে
স্বাধীনতা মানে –
স্বাধীনতা মানে মায়ের মধুর সূর
স্বাধীনতা মানে বোনের অঙ্গীকার,
স্বাধীনতা মানে তিরিশ লক্ষ শহীদের রক্ত
[…]প্রাণের সিন্ধুতলে
-এনতাজুর কারিগর
এই ক্ষুদ্র তুচ্ছ প্রাণের অকূল-অতল সিন্ধুতলে
সুখ-দুখের মুক্তো-নুড়ি লুকিয়ে কত
চাপায় পড়ে বিপুল ভারার তিক্ত লোনাজলে
কতটুকু তার টের পেল কে প্রাণের নয়ন মেলে!
গভীর তলে কাদায় পড়ি যায় সকলই গড়াগড়ি
ক্ষণে ক্ষণে তার ক্ষণিক আলোড়নে
বুদবুদ উঠে সিন্ধু ঢেকুরে তীব্র বক্ষ জালায় ছড়ি
মত্ত ঢেউএ মিলায়ে যায় নয়ন আড়ালে
সৈকত তক কিছু তার এসে লুকায় বালির তলে
দুঃখ বোঝাই পাষাণ নুড়ি ভাসেনা সাগর জলে!
জীবন জুড়ে ক্ষুদ্র স্থলের জঞ্জাল আর কুসুম রাশি
নিত্য পড়ে সিন্ধুবুকে নিয়তির বন্যা ধারায় ভাসি
ফুলগুলো সব পচে পচে গলে মিশে শেষে
সিন্ধু বুকে লোনা জলের পার্শ্ব উপাদানে
পাহার ভাঙ্গা বেদন মাখা উপল খণ্ড নুড়ি রাশে
গড়ায়ে পুলিন ধারায় ঘায়ে ঘায়ে আদল পায় মসৃনে—
চিরকেলে শক্ত ভিতের ঠাঁই করে নেয় গভীর তলে
পোড়ায়ে প্রাণ গড়ায় ধারে তপ্ত নয়নজলে
রক্তঝরা বেদন ক্ষতে জাগে পলে পলে!
প্রাণের সিন্ধু মাঝে কী বেদনা কুঁকিয়ে বাজে
শুনেনা কেউ কর্ণ পেতে প্রাণ মেলে না বুঝে
শুধু বোবা রোদন জড়িয়ে বুকে
গোপনে সব প্রাণের দ্বারে ফেরে শরণ খুঁজে।
অতীত সুতোয় গাঁথা যত দুঃখ-সুখের ছায়া
দাঁড়ায়ে সব একই সারে পেতে অভিন মায়া
দোঁহারই নাচনে নয়ন ভিজে
তীব্র দাহের তীব্র তাপে শপ্ত সুরের বীণা বাজে।
এ অভেদ্য কোন মায়ায় মোড়া গোপন দুঃখ-সুখ!
ছোঁয়না কেন আর পরাণে জড়ায়না আর বুক?
সকল ঘেঁষে নিত্য শয্যা পাতা অতি আপন জন
সেও বুঝেনা চলছে পাশে অগ্নিগিরির রুদ্র দহন!
অসীম বেদন নয়ন ধারায় গড়ায়না যে
তীব্র যাতনতাপে বাষ্পে শুকায় তপ্ত পথের মাঝে!
অতীত দুঃখ অতীত সুখ বেদন সুরেই বাজে।
২১ জুন, ২০২১, নীলফামারী।
Ad